২৮ জুন, ২০২২ ১৯:১৭

বিদেশিদের কথায় লাফানো উচিত নয় : পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

বিদেশিদের কথায় লাফানো উচিত নয় : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ফাইল ছবি

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‌‘পদ্মা সেতু প্রকল্পে সেইসময় কোনো কোনো বিদেশি সংস্থার লোকজন সেতু আদৌও হবে কি না, সন্দেহ প্রকাশ করেছিলেন। আর তাদের কথায় সেসময় দেশের মধ্যেও কিছু লোক লাফালাফি করেন। তবে পদ্মা সেতু তৈরির মাধ্যমে আমরা প্রমাণ করেছি, আমরা চাইলেই করতে পারি। বিদেশিরা অনেক সময় নিজেদের স্বার্থে ফন্দি ফিকির করেন। তারা নিষেধাজ্ঞা দেয়। বিদেশিদের কথায় কখনো লাফানো উচিত নয়।’

আজ মঙ্গলবার পদ্মা সেতুর উদ্বোধন পরবর্তী এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ সভায় বিদেশ থেকে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী।

ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘পদ্মা সেতু আমাদের আত্মপরিচয়। আমাদের আত্মবিশ্বাস। বঙ্গবন্ধুর সেই কথা আবারো প্রমাণ হলো- বাঙালি চাইলে কেউ দাবিয়ে রাখতে পারবে না।’

তিনি বলেন, ‘পদ্মা সেতু বাংলাদেশের গৌরবের অধ্যায়। তবে এই সেতু তৈরির সময় মিথ্যা অপবাদ দিয়ে হেয় করার চেষ্টা হয়েছিল। শেষে প্রমাণ হলো প্রধানমন্ত্রীর সিদ্ধান্তই সঠিক।’

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর