১০ দিনের সফরে আগামীকাল শনিবার লন্ডন যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শুক্রবার সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
জানা গেছে, রাজনৈতিক ও দলীয় কাজে ইউরোপের দেশটিতে যাচ্ছেন বিএনপি মহাসচিব। সফরকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও তার দেখা হবে। সফর শেষে ১১ ডিসেম্বর মির্জা ফখরুলের ঢাকায় ফেরার কথা রয়েছে।
বিএনপি মহাসচিব দেশে ফেরার পর আগামী ১৩ ডিসেম্বর দলের চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে যেতে পারেন। সে লক্ষ্যে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে। যুক্তরাজ্যে চিকিৎসা শেষে সেখান থেকে চিকিৎসার জন্য সাবেক এই প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রেও যেতে পারেন বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/জুনাইদ