বুধবার, ১৫ জুন, ২০১৬ ০০:০০ টা

মনিরুজ্জামান মিঞাকে দাফন, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

তৃতীয় দফা জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য ড. মনিরুজ্জামান মিঞাকে গতকাল বাদ আসর রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে বিশ্ববিদ্যালয়ের মোতাহার হোসেন ভবন চত্বরে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, সাবেক উপাচার্য ড. এমাজউদ্দীন আহমদ, ড. এ কে আজাদ চৌধুরী, ড. এস এম এ ফায়েজ, সাবেক উপ-উপাচার্য ড. সহিদ আকতার হোসেন, ড. আ ফ ম ইউসুফ হায়দার, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদ, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আখতারুজ্জামান, সাদা দলের আহ্বায়ক সিরাজুল ইসলাম, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনসহ মরহুমের দীর্ঘ কর্মময় জীবনের সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীসহ হাজারো মানুষ অংশ নেন।

জানাজা শেষে মরহুমের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। জানাজার আগে পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চান ছোট ভাই অধ্যাপক আসাদুজ্জামান।

ড. মনিরুজ্জামান মিঞা সোমবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

সর্বশেষ খবর