মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

সাংবাদিক মোস্তাক হোসেন আর নেই

নিজস্ব প্রতিবেদক

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি ও দৈনিক ভোরের ডাকের বিশেষ প্রতিনিধি মোস্তাক হোসেন আর নেই। গতকাল সকাল ১০টা ৫৫ মিনিটে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত শুক্রবার থেকে তাকে লাইফসাপোর্টে রাখা হয়েছিল। তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা, আত্মীয়স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। মোস্তাক হোসেন কিছুদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। গতকাল বিকালে সেগুনবাগিচায় ডিআরইউ প্রাঙ্গণে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। জাতীয় প্রেস ক্লাবে ও ডিআরইউতে মরহুমের কফিনে পুষ্পাঞ্জলি অর্পণ করে শেষ বিদায় জানানো হয়। জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য মোস্তাক হোসেন পেশাজীবনে দীর্ঘকাল অধুনালুপ্ত আজকের কাগজে রিপোর্টার হিসেবে কাজ করেন। মোস্তাক হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি মরহুমের রুহের শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তার মৃত্যুতে আরও শোক প্রকাশ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

এ ছাড়া জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বিএফইউজে সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ, ডিআরইউর সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ, ডিইউজে, ইআরএফ, ক্র্যাব, সাব-এডিটর কাউন্সিলসহ বিভিন্ন সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা শোক প্রকাশ করেন।

সর্বশেষ খবর