মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

শেষ হয়েছে ৩ দিনের ফোবানা কনভেনশন

প্রতিদিন ডেস্ক

প্রবাস প্রজন্মে বাঙালি সংস্কৃতি জাগ্রত রাখার পাশাপাশি বাংলাদেশের চলমান উন্নয়ন অভিযাত্রায় নতুন প্রজন্মকেও সম্পৃক্ত করার সংকল্পে নিউইয়র্কে ৩ দিনব্যাপী ফোবানা কনভেনশনের সমাপ্তি ঘটেছে গত ১ সেপ্টেম্বর রাতে। খবর : এনআরবি নিউজের। উৎসবের ঘোষণায় বলা হয়েছে, আগামী বছর ৩৪তম কনভেনশন হবে টেক্সাসে এবং ২০২১-এর কনভেনশন হবে ওয়াশিংটন ডিসিতে।

সামনের বছরের জন্য ফোবানা নির্বাহী কমিটির কর্মকর্তা নির্বাচিত হয়েছেন চেয়ারপারসন শাহ হালিম, ভাইস চেয়ারপারসন জাকারিয়া চৌধুরী, নির্বাহী সচিব ড. আহসান চৌধুরী হিরু, যুগ্ম সচিব ড. রফিক খান এবং ট্রেজারার নাহিদুল খান সাহেল। নির্বাহী কমিটির আউস্ট্যান্ডিং ৯ জন মেম্বার নির্বাচিত হয়েছেন মীর চৌধুরী, নার্গিস আহমেদ, আবির আলমগীর, রবিউল করিম বেলাল, জসিমউদ্দিন, জাহিদ হুসেন, সাদেক খান, এটিএম আলম এবং মকবুল আলী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর