কাতারে বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাব এবং সামস্ পারফিউম এর যৌথ উদ্যোগে বৃহস্পতিবার সানাইয়া এশিয়ান টাউন ইভিনিং স্পাইসি রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাবের সভাপতি গোলাম ছারওয়ার মিশুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ ড. মিজানুর রহমান আজহারি।
এ সময় উপস্থিত ছিলেন সামস্ পারফিউম এর স্বত্বাধিকারী শরিফুল হক সাজু, ব্যবস্থাপনা পরিচালক রেদওয়ানুল হক, ফ্রেন্ডস ক্লাবের প্রতিষ্ঠাতা ইকবাল আহমেদ রনি, সাধারণ সম্পাদক বাবুল গাজি, সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান, উপদেষ্টা এনাম, ই এম আকাশ, বাবু খান, মহিউদ্দিন কাজল, মোজাম্মেল হোসেন সোহাগসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আবু ছায়েদ, হাজী মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ আলী, পেয়ার মোহাম্মদসহ বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট জনেরা।
উক্ত মাহফিল প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মিলন মেলায় পরিণত হয়। পরে দেশ জাতির সমৃদ্ধি ও প্রবাসী বাংলাদেশিদের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ