২৫ মে, ২০১৯ ১০:৪৯

নিউইয়র্কে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সেক্রেটারির ইফতারে হাজারো প্রবাসী

এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে

নিউইয়র্কে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সেক্রেটারির ইফতারে হাজারো প্রবাসী

বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সেক্রেটারি এবং সেবামূলক সংস্থা ‘আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট আব্দুল কাদের মিয়ার উদ্যোগে ২৪ মে অনুষ্ঠিত ইফতার মাহফিলে কমিউনিটির সর্বস্তরের হাজারো রোজাদারের সমাগম ঘটে।

নিউইয়র্ক সিটির ব্রুকলিনে বাংলাদেশ মুসলিম সেন্টারে এ মাহফিলে ইফতারের প্রাক্কালে প্রদত্ত সংক্ষিপ্ত বক্তব্যে হোস্ট কাদের মিয়া সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘রমজানের ত্যাগের মহিমায় আমরা মানবতার কল্যাণে সারাটি বছর অতিবাহিত করতে চাই। এজন্য পরস্পরের সহযোগী হয়ে থাকতে হবে। তাহলেই আমেরিকান স্বপ্ন পূরণের পথও সুগম হবে।’

এরপরই মুসলিম সেন্টারের পেশ ইমাম ক্বারি রুহুল্লাহ’র নেতৃত্বে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ মাহফিলে বিশিষ্টজনদের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ এবং সেক্রেটারি মুক্তিযোদ্ধা রেজাউল বারি, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা লাবলু আনসার, সেক্রেটারি শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কানু দত্ত এবং নির্বাহী সদস্য আজিমউদ্দিন অভি, বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানী স্মৃতি পরিষদের সভাপতি নজমুল চৌধুরী, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী, চার্চ-ম্যাকডোনাল্ড বাংলাদেশি বিজনেস এসোসিয়েশনের সেক্রেটারি রফিক পাটোয়ারি, বাংলাদেশ মুসলিম সেন্টারের সভাপতি আবুল হাশেম, বৃহত্তর নোয়াখালী সোসাইটির উপদেষ্টা মফিজউদ্দিন, সন্দ্বীপ পৌরসভা কল্যাণ সমিতির প্রেসিডেন্ট হাজী জাফরউল্লাহ, সিএমবিবিএ’র সাবেক সেক্রেটারি মহিউদ্দিন হাসান, ব্রুকলিন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ জলিল, মুক্তিযোদ্ধা এম এ আওয়াল, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি লুৎফর রহমান, নির্বাহী সদস্য মোস্তফা কামাল পাশা মানিক, সন্দ্বীপ এসোসিয়েশনের সভাপতি আশরাফ হোসেন, আওয়ামী লীগ নেতা এ টি এম রানা, এটি এম মাসুদ, ম্যানহাটান বরো আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের এবং সেক্রেটারি আবুল কাশেম প্রমুখ।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর