কুয়েতের রাজধানী হোটেলে বাংলাদেশ ইসলামী আন্দোলন কুয়েত শাখার উদ্যোগে শুক্রবার এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী আন্দোলন, কুয়েত শাখার সভাপতি মাওলানা হাবিবুর রহমান জামি।
সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা শিহাব উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আই পি সি দায়ী হাফেজ মাওলানা মোহাম্মদ আইয়ুব। এসময় বিশেষ অতিথি ছিলেন আওকাফ মন্ত্রণালয়ের খতিব মাওলানা নুরুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা ইসমাইল, আওকাফ মন্ত্রণালয়ের খতিব মাওলানা এমদাদুল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা জামাল উদ্দিন ও শফি আবদীন প্রমুখ।
এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম