মালয়েশিয়ায় বিষাক্ত গ্যাসে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এসময় আরো দুজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
জানা গেছে, মালয়েশিয়ার ইপোর কিলোমিটার ৬ লুমুট মহাসড়কের পেট্রল স্টেশনের কাছে বিষাক্ত গ্যাসের ইনসেলিংয়ের কারণে এ হতাহতের ঘটনা ঘটে।
মেরু রায়া ফায়ার ও রেসকিউ বিভাগের প্রধান শরদী মুহাম্মদ হালিল জানান, তিনটি ভূগর্ভস্থ গ্যাস পাইপ রক্ষণাবেক্ষণের কাজ চলার সময় এ ঘটনা ঘটে।
বিডি প্রতিদিন/হিমেল