সিডনির কাসল হিল পাইওনিয়ার থিয়েটারে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘স্বপ্ন বিলাস’ নাটকটি মঞ্চস্থ হয়েছে।
সম্প্রতি বেঙ্গলী এসোসিয়েশন অফ নিউ সাউথ ওয়েলস’র উদ্যোগে নাট্য উৎসবে প্রবাসী নাট্য সংগঠন সখের থিয়েটার নাটকটি মঞ্চস্থ করে।
নাটকটির নির্দেশনায় ছিলেন শাহীন শাহনেওয়াজ। অভিনয়ে ছিলেন আফসানা রুচি ও শাহীন শাহনেওয়াজ।
শাহীন শাহনেওয়াজ জানান, ‘প্রবাসে আমাদের ভাষা, শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি চর্চা আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই আমাদের এই প্রয়াস। পাশাপাশি জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে প্রবাসে আমরা নাটকটি মঞ্চস্থ করি।’
বিপুল সংখ্যক দর্শক নাটকটি তুমুল করতালি দিয়ে উপভোগ করেন।
বেঙ্গলী এসোসিয়েশন অফ নিউ সাউথ ওয়েলস’র উদ্যোগে নাট্য উৎসবে এবার সাতটি নাটক মঞ্চায়িত হয়। সিডনীতে এই প্রথম বাংলাদেশের কোনো নাট্যদল পশ্চিম বাংলার নাট্য উৎসবে অংশগ্রহণ করলো।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন