লন্ডন মহানগর বিএনপির উদ্যোগে যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি ও লন্ডন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবেদ রাজার মায়ের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২১ আগস্ট রবিবার বাদ মাগরিব লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন ব্রিকলেন জামে মসজিদে ইমাম মওলানা আ. ওয়াহেদ ও হাফিজ সাজ্জাদুর রহমান।
দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করা হয়। একই সাথে সদ্য প্রয়াত যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এমএ মালেক এর চাচা ও যুক্তরাজ্য বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ এর মায়ের বিদেহী আত্মার জন্য দোয়া করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল