কোয়ালিটি সম্পন্ন ও সাশ্রয়ী মূল্যে পণ্য প্রদানের লক্ষ্য নিয়ে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের প্রাণকেন্দ্র কোতারায়া বাংলা মার্কেটে যাত্রা শুরু হলো বাংলাদেশি প্রতিষ্ঠান হাইপার মার্কেট ওয়াই টি এস বিজ লিংক এসডিএন বিএইচডি'র।
শুক্রবার স্থানীয় সময় বাদ জুমা দোয়া মোনাজাত ও ফিতা কাটার মধ্য দিয়ে শুরু হয় প্রতিষ্ঠানটির যাত্রা। উদ্ভোধন করেন প্রতিষ্ঠানটির কর্ণধার সাতক্ষীরা প্রবাসী মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী সিদ্দিকুর রহমান।
উদ্বোধন অনুষ্ঠান সিদ্দিকুর রহমান বলেন, ওয়াই টি এস বিজ লিংক এ আপনারা সবসময় সাশ্রয়ী মূল্যে কোয়ালিটি সম্পন্ন পণ্য পাবেন । এবং প্রবাসী বাংলাদেশিরা পাবেন বিশেষ ছাড়। ব্যবসার প্রসারে তিনি সকল প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা চান। এসময় উদ্বোধনী অনুষ্ঠানে আগত সকলকে ধন্যবাদ জানান তিনি।
আরও উপস্থিত ছিলেন পরিচালক ইউছুপ আলী, সুমাইয়াতি বিনতে সুইয়োনো, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মো. কাজী সালাউদ্দিন, ব্যবসায়ী বশির আলম, আরাফাত হোসেন, কামাল হোসেন, আল আমিন হোসেন, প্রতিষ্ঠানের কর্মকর্তা সিউ পুই ইয়ানসহ অন্যন্যরা।
বিডি প্রতিদিন/হিমেল