আর মাত্র তিন দিন পর পালন করা হবে মালয়েশিয়ার স্বাধীনতা লাভের ৬৫তম বার্ষিকী (হারি মারদেকা)। ২০২০- ২০২১ সালে করোনার কারণে বিধি-নিষেধ থাকায় স্বাধীনতা দিবসে জমকালো অনুষ্ঠান না হওয়াতে এ বছর স্বাধীনতা দিবস উদযাপনে দেশটিতে চলছে ব্যাপক প্রস্তুতি।
দিবসটি উদযাপনের জন্য সরকারি সংস্থাগুলো ছাড়া সাধারণের মাঝেও দেখা গেছে ব্যাপক প্রস্তুতি। এ উপলক্ষে পুরো দেশজুড়ে সাজ সাজ রব। শহর, গ্রাম, আর অলিগলি সাজানো হচ্ছে দৃষ্টিনন্দন নীল, লাল, সাদা আর হলুদের সংমিশ্রনে তৈরি মালয়েশিয়ান পতাকায়। প্রতিটি বাড়িতে বাড়িতেও শোভা পাচ্ছে মালয়েশিয়ান পতাকা ।
স্বাধীনতা দিবসকে সামনে রেখে রাজধানী কুয়ালালামপুর শহরও ছেয়ে গেছে পতাকা সংবলিত নানা রকম ব্যানার ও ফেস্টুনে। দেশটির স্বাধীনতা দিবসে এবারের স্লোগান 'কেলুয়ারগা মালয়েশিয়া' (মালয়েশিয়ান পরিবার)।
এবারের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান কুয়ালালামপুরের দাতারান মারদেকা স্কয়ার (স্বাধীনতা চত্বর) এ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে । এ উপলক্ষে দাতারান মারদেকা স্কয়ারের আশপাশের কয়েকটি সড়ক ও কিছু স্থান সাময়িক বন্ধ রেখে চলছে সেনা, নৌ, বিমান বাহিনীসহ অন্যান্য সংস্থাগুলির স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ প্রশিক্ষন, অধিবেশন ও মহড়ার প্রাক প্রস্তুতি।
মালয়েশিয়ার ইতিহাসে শ্রেষ্ঠতম গৌরব ও অহংকারের দিন এটি। পৃথিবীর মানচিত্রে নিজস্ব ভূখণ্ড নিয়ে মালয় জাতির আত্মপ্রকাশ ঘটে এই দিনে।
১৯৫৭ সালের ৩১ আগস্ট ব্রিটিশদের কাছ থেকে রক্তপাতহীন প্রক্রিয়ায় স্বাধীনতা অর্জন করে দেশটি। আগামী ৩১ আগস্ট স্বাধীনতা লাভের ৬৬ বর্ষে পদার্পণ করবে এশিয়ার ইউরোপ খ্যাত এ দেশটি।
বিডি প্রতিদিন/হিমেল