কারও ওপর রাগ করেছেন? কিংবা অভিমান? কাজে মন দিতে পারছেন না কোনো কিছুতেই? তাহলে নিশ্চিন্ত মনে চলে যেতে পারেন রাজধানীর ওসমানী উদ্যানের গোসসা নিবারণী পার্কে। আপন হোক বা পর, যার ওপরই রাগ করুন না কেন- সেখানে জলাধারের পাশে বসে পুরনো দিনের গান শোনা বা নতুন দিনের নানা মিউজিক আপনার মনকে সতেজ করবে। এই পার্কের নির্মাণ কাজ আগামী বছরের জুনের মধ্যে শেষ হবে। ওসমানী উদ্যানের ২৯ একর জায়গার ওপর প্রায় ৫৮ কোটি টাকা ব্যয়ে এই পার্ক নির্মাণের কাজ চলছে। ৮ মাসের মধ্যে ৮০ শতাংশ কাজ শেষ করার টার্গেট নিয়ে এগিয়ে চলছে জলাধার, আলাদা আলাদা বসার জোন, বাচ্চাদের জন্য বিশেষ জোন তৈরির কাজ। এ ছাড়া চা, কফি, স্যান্ডউইচ খাওয়া, ওয়াই-ফাই জোন, ফুড কর্নার, বড় স্কিনে টিভি দেখার ব্যবস্থা থাকবে। এ ব্যাপারে ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, নাগরিকদের নিজেদের মধ্যে অনেক সময় মান-অভিমান, গোসসা হয়ে থাকে। এই পার্কে যখন মানুষ আসবে, স্বাভাবিকভাবে তাদের ভালো লাগবে, উত্ফুল্ল লাগবে। এখানকার যেসব আয়োজন, সেগুলো স্বাভাবিকভাবেই মানুষের গোসসা বা রাগ কমিয়ে দেবে। এই চিন্তা থেকেই এটাকে ‘গোসসা নিবারণী পার্ক’ নাম দেওয়া হয়েছে। পার্কে নগর মিউজিয়াম ও লাইব্রেরি থাকবে। খেলা দেখা বা মিউজিকও শোনা যাবে। পানি, প্রকৃতি আর আধুনিকতার সঙ্গে সামঞ্জস্য রেখে এটি নির্মাণ করা হচ্ছে। পার্কের ভিতর একটি লেক তৈরি করা হবে, যেখানে সারা বছর পানি থাকবে। আশপাশের এলাকার ড্রেনেজ ব্যবস্থা এমনভাবে করা হবে যাতে বর্ষার সময় অতিরিক্ত পানি এই লেকে চলে আসতে পারে। পুরো পার্কে কোনো দেয়াল থাকবে না। যখন তখন পার্কে প্রবেশ করা যাবে। স্থপতি মোবাশ্বের হোসেন বলেন, এই পার্কের ধারণা বিশ্ব গণমাধ্যমে ব্যাপক প্রশংসিত হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এ নিয়ে সংবাদ পরিবেশিত হয়েছে। শুধু ডিএসসিসিতেই নয়, অন্য সিটিতেও অনুরূপ পার্ক তৈরি হওয়া প্রয়োজন।
শিরোনাম
- ট্রুডো–কেটি পেরি'র প্রেম নিয়ে সাবেক স্ত্রী সোফির খোলামেলা মন্তব্য
- মুশফিকের শততম টেস্ট উদযাপনে যেসব আয়োজন করেছে বিসিবি
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
গোসসা ভাঙাবে পার্ক
ঝর্ণা মনি
প্রিন্ট ভার্সন
টপিক
সর্বশেষ খবর