সোমবার, ১৫ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

কাঁচা মেঘ

কাঁচা মেঘ

বিখ্যাত শিল্পী হুইসলার একটি ছবি আঁকছেন। সেই অসমাপ্ত ছবিটি দেখে মতামত দেওয়ার জন্য তিনি আমন্ত্রণ জানালেন মার্ক টোয়েনকে। মার্ক টোয়েন এলেন তার স্টুডিওতে। কিছুক্ষণ মন দিয়ে ছবিটি দেখার পর ছবির কোণায় একটা মেঘের দিকে আঙুল দেখিয়ে মার্ক টোয়েন বললেন, ‘আমি হলে মেঘটা ঐখানে ঐভাবে আঁকতাম। ওটা মুছে দিলে ছবিটার কোনো ক্ষতি হবে বলে মনে হয় না।’ কথা বলতে বলতে মার্ক টোয়েন আঙুলটা ঠেকালেন ছবিটার ওপর। তাই দেখে চেঁচিয়ে উঠলেন হুইসলার, ‘আরে করেন কী! রংটা এখনো কাঁচা রয়েছে। এইমাত্র মেঘটা আমি এঁকেছি।’ মার্ক টোয়েন জবাব দিলেন, ‘অত চিন্তিত হওয়ার কিছু নেই। আমার হাতে দস্তানা পরা আছে, আশা করি রং লাগবে না।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর