শুক্রবার, ৫ মে, ২০২৩ ০০:০০ টা

প্রমার কাছে প্রেমের চিঠি

শহীদুল্লাহ ফরায়জী

আমার ভালোবাসা

হৃদয় থেকে শস্যক্ষেত্রে

উপচে পড়ে যায়,

জীবন সংগীতে প্রতিদিন

ভালোবাসা বোঝাই করা জাহাজ

ডুবে যায় প্রেমের গভীরতায়।

 

আমার বিস্ময়কর উচ্ছ্বাস

সংরক্ষিত থাকে তারার মেলায়,

প্রতিমুহূর্তে বসন্ত ও সৌন্দর্য

আমায় অভিবাদন জানায়,

আমি অবিরত মুগ্ধ

জীবনের আতিথেয়তায়

অথচ আমি কেবলই থাকি

কার যেন প্রতীক্ষায়।

 

আমি তৃষ্ণার প্রতিযোগিতাকে

আবেগের আর্তনাদে

সমাহিত করেছি স্বপ্নের আকাক্সক্ষায়,

ঝলসানো হৃদয় উড়িয়ে দিয়েছি

আকাশের উচ্চতায়

তবু চিরকাল তোমাকে রেখেছি

আত্মার নিরাপত্তায়।

 

প্রচ- ভালোবাসায়

হৃদয় আমার হেঁটে বেড়ায়

প্রত্যাবর্তনের ডানায়,

অনন্তকাল প্রেমের

চিহ্ন রেখে যাব

অদৃশ্য শূন্যতায়।

 

কার জন্য অপেক্ষা কর

কার জন্য দাঁড়িয়ে থাকো

হৃদয়ের দরজায়,

 

আমি যেখানেই তোমাকে দেখি

সেখানেই তীর্থস্থান হয়ে যায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর