আজ বিশ্ব মশা দিবস। ১৮৯৭ সালের এই দিনে ব্রিটিশ চিকিৎসক স্যার রোনাল্ড রস প্রমাণ করেছিলেন ম্যালেরিয়া রোগ মশার মাধ্যমে ছড়ায়। সেই থেকে প্রতি বছর বিশ্ব মশা দিবস পালিত হয়ে আসছে মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে। এ দিবস উপলক্ষে বসুন্ধরা গ্রুপ দেশব্যাপী জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘মশাবাহিত রোগ প্রতিরোধে এগিয়ে আসুন এক্সট্রিম অভিযানে’ শীর্ষক ক্যাম্পেইন পরিচালনা করছে। প্রতিষ্ঠানটি তাদের দুটি কার্যকর মশা প্রতিরোধক পণ্য বসুন্ধরা এক্সট্রিম এরোসল ইনসেক্ট কিলার এবং বসুন্ধরা এক্সট্রিম মশার কয়েলের মাধ্যমে পরিবারের সুরক্ষায় আস্থা জোগাচ্ছে।
ডেঙ্গু, ম্যালেরিয়া ও চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগ এখন বাংলাদেশের জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। এসব রোগে প্রতি বছর হাজারো মানুষ আক্রান্ত হয় এবং বহু প্রাণহানি ঘটে। এ প্রেক্ষাপটে বসুন্ধরা গ্রুপের এ ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য হলো জনসচেতনতা বৃদ্ধি এবং মানুষকে জানানো যে আমরা চাইলে মশাবাহিত রোগ প্রতিরোধ করা সম্ভব। কীভাবে মশাবাহিত রোগ প্রতিরোধ সম্ভব : আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা ও জমে থাকা পানি অপসারণ, শিশু ও প্রবীণদের বিশেষ যত্ন নেওয়া, ঘুমানোর সময় মশারি ব্যবহার করা, ঘরে ও আশপাশে মশা প্রতিরোধক ব্যবহার করা।
জনসচেতনতার পাশাপাশি কার্যকর সমাধান হিসেবে বাজারে রয়েছে এক্সট্রিম এরোসল ও এক্সট্রিম মশার কয়েল; যা মশা ও অন্যান্য ক্ষতিকর পোকামাকড় ধ্বংসে সহায়ক ভূমিকা রাখছে। বিশ্ব মশা দিবসের এই দিনে বসুন্ধরা গ্রুপ সবাইকে আহ্বান জানায়-নিজের পরিবার ও সমাজ সুরক্ষিত রাখতে এগিয়ে আসুন একসাথে। এক্সট্রিম অভিযান হলো আমাদের সেই সম্মিলিত প্রতিরোধ প্রচেষ্টার একটি অংশ।