দেশে ডেঙ্গু, ম্যালেরিয়া ও চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগ প্রতি বছরই জনস্বাস্থ্য সমস্যা হিসেবে দেখা দেয়। বিশেষ করে বর্ষাকাল শুরুর সঙ্গে সঙ্গে মশার উপদ্রব বেড়ে যায় কয়েক গুণ। এ সময় ঘরে বাইরে সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে কার্যকর মশা নিয়ন্ত্রণ পণ্য ব্যবহার করা জরুরি হয়ে পড়ে। ঠিক এমন পরিস্থিতিতে লাল তীর (Chens Crop Science Bangladesh Limited) বাজারে নিয়ে এসেছে সম্পূর্ণ দেশে প্রস্তুত প্রথম সুগন্ধিযুক্ত মশকনাশক ‘লাল তীর জ্যাপ অ্যারোসল’।
এ পণ্যে ব্যবহৃত হয়েছে উন্নতমানের ‘নক-ডাউন ফর্মুলা’, যা মশার ওপর দ্রুত প্রতিক্রিয়া দেখায় ও খুব কম সময়ের মধ্যে মশা নির্মূল করতে সহায়তা করে। এটি ১০০% CFC ফ্রি, ফলে পরিবেশের ক্ষতি ছাড়াই নিরাপদে ব্যবহার করা যায়। ঘরোয়া ব্যবহারের জন্য সহজলভ্য এ স্প্রে সকল শ্রেণির মানুষের জন্য উপযোগী এবং কার্যকারিতা বেশি হওয়ায় খুব সামান্য ব্যবহারেই কাঙ্ক্ষিত ফল মেলে।
লাল তীর জ্যাপ অ্যারোসলের বিশেষ বৈশিষ্ট্য : মশাবাহিত রোগ যেমন ডেঙ্গু, ম্যালেরিয়া ও চিকুনগুনিয়া প্রতিরোধে কার্যকর, দ্রুত কাজ করে Knock-Down Expert, মনোরম সুগন্ধযুক্ত, যা ব্যবহারের পর অস্বস্তি তৈরি করে না, পরিবেশবান্ধব এবং সহজে ব্যবহার উপযোগী, স্বল্প ব্যবহারে দীর্ঘস্থায়ী ফল।
কীভাবে ব্যবহার করবেন? : স্প্রে ব্যবহারের আগে ক্যানটি ভালোভাবে ঝাঁকিয়ে নিন। ঘরের কোণ, পর্দা, খাটের নিচ, আলমারি ও পর্দার পেছনে যেখানে মশা লুকিয়ে থাকে সেখানে লক্ষ করে স্প্রে করুন। স্প্রে করার পর ঘরটি ১০-১৫ মিনিট বন্ধ রাখুন। মশা নিধনে বারবার বিদেশি পণ্যের ওপর নির্ভরতা ছেড়ে এবার দেশের উন্নত প্রযুক্তিতে তৈরি ‘লাল তীর জ্যাপ অ্যারোসল’ ব্যবহার করুন। দ্রুত, নিরাপদ ও কার্যকর এ অ্যারোসল মশার উপদ্রব কমিয়ে আপনাকে ও আপনার পরিবারকে রাখবে সুস্থ ও নির্ভয়। এ বছর মশাবাহিত রোগকে ‘না’ বলুন, ঘরে রাখুন লাল তীর জ্যাপ অ্যারোসল।
স্বাস্থ্য সুরক্ষায় মশামুক্ত পরিবেশে লাল তীর জ্যাপ আপনার সঙ্গে সব সময়।