ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অভিষেকটা আলোকিত হয়নি লিটন দাসের। বাংলাদেশের ড্যাসিং ক্রিকেটার লিটন এই প্রথম খেলছেন আইপিএলে। তাকে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। বৃহস্পতিবার ২০ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে অভিষেক হয় লিটনের। ওপেন করতে নেমে ৪ বলে মাত্র ৪ রান করেন ডান হাতি ওপেনার। মুখোমুখির প্রথম বলটিই মেরেছিলেন বাউন্ডারি। পরের ৩ বলে কিছুই করতে পারেননি। লো স্কোরিং ম্যাচটি কলকাতা হেরে যায় দিল্লির কাছে।