চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন আজ বুধবার ৩০০ রানে পৌঁছে আবারও ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ব্রায়ান লারার পাশে নাম লিখিয়েছেন শ্রীলঙ্কার বাঁহাতি ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। এর আগে ১২টি দ্বিশতক করেছিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটসম্যান ডন ব্রাডম্যান। তাই আজকের টেস্টে বাংলাদেশের বোলারদের মূল লড়াইটা চালাতে হচ্ছে সাঙ্গাকারার বিপক্ষেই।
টেস্ট ক্যারিয়ারের ট্রিপল সেঞ্জুরি পূর্ণ করে এখনো উইকেটে আছেন শ্রীলঙ্কার এই অভিজ্ঞ ব্যাটসম্যান। ৪৪৮ বলে ৩১টি চার ও আটটি ছয়ে এই ল্যান্ডমার্ক স্পর্শ করেন উইকেটকিপার এ ব্যাটসম্যান।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত সাঙ্গাকারা ব্যাট করছেন ৩১৩ রান নিয়ে। তার ৩০০ রানে ভর করে ৯ উইকেট হারিয়ে শ্রীলঙ্কাও পেরিয়েছে ৫৭৬ রানের কোটা। তার অপর প্রান্তে আছেন নুয়ান প্রদীপ। বাংলাদেশের সাকিব আল হাসান পাঁচটি উইকেট নেন। মধ্যাহ্নবিরতিতে যাওয়ার সময় ৭ উইকেট হারিয়ে লঙ্কানদের সংগ্রহ দাঁড়িয়েছিল ৪৪০ রান।
আজ চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের ১৮তম ওভারে বাংলাদেশকে প্রথম সফলতাটি এনে দিয়েছিলেন নাসির হোসেন। এলবিডব্লিউর ফাঁদে ফেলে সাজঘরে পাঠিয়েছেন ৩৫ রান করা ভিথানাগেকে। এক ওভার পরে পেরেরাও সাজঘরমুখী হয়েছেন সাকিব আল হাসানের শিকার হয়ে।
এদিকে আঙুলে চোট পেয়ে আজ উইকেটের পেছনে দাঁড়াতে পারেননি বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। তার বদলে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করছেন শামসুর রহমান।