বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো কলম্বিয়াকে কোয়ার্টার ফাইনালে তুলেছিলেন কোস হোসে পেকারম্যান। তা কিনা আর সে দেশের সেরা ফুটবলার রাদামেল ফ্যালকাওকে ছাড়াই। আর তাই পুরস্কারটাও হাতেনাতে পেয়েছেন আর্জেন্টাইন কোচ। কলম্বিয়া জাতীয় দলের সঙ্গে আরও চার বছরের জন্য চুক্তি নবায়ন করেছেন পেকারম্যান।
নতুন চুক্তি অনুযায়ী ২০১৮ সাল পর্যন্ত তিনি কলম্বিয়ার কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।
কলম্বিয়ান ফুটবল ফেডারেশন জানিয়েছে, বিশ্বকাপের সফলতার পরেই চুক্তি নবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বকাপে পেকারম্যানের সাফল্যের প্রশংসাও করা হয়েছে। বিশ্বকাপে শেষ আটের লড়াইয়ে কলম্বিয়া স্বাগতিক ব্রাজিলের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেয়। তবে পেকারম্যানের শিষ্য জেমস রদ্রিগেজ ৬ গোল করে গোল্ডেন বুট জিতেন।