'কথিত' স্ত্রীর করা তথ্য-প্রযুক্তি আইনের মামলায় ক্রিকেটার আরাফাত সানির জামিন আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। মঙ্গলবার বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক সাইফুল ইসলাম এ আদেশ দেন।
এর আগে, নারী ও শিশু নির্যাতন আইনে করা কথিত ওই আরেকটি মামলায় গত ১২ ফেব্রুয়ারি সানির জামিন আবেদন নাকচ করে দেয় ঢাকার হাকিম আদালত।
বুধবারও সানির স্ত্রী হিসেবে পরিচয় দেওয়া ওই তরুণীও আদালতে উপস্থিত ছিলেন। তিনি জামিন আবেদনের বিরোধিতা করেন বলে জানান বাদীপক্ষের আইনজীবী কমাল উদ্দিন। তিনি আরও জানান, সানি ওই তরুণীকে ফেইসবুকে ‘যেসব ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল করার চেষ্টা’ করেছেন, সেসব ছবির ফরেনসিক রিপোর্ট না পাওয়ায় আদালত জামিন নাকচ করে দেন।
প্রসঙ্গত, তথ্য-প্রযুক্তি আইনে রাজধানীর মোহাম্মদপুর থানায় গত ৫ জানুয়ারি ওই তরুণীর মামলার পর ২২ জানুয়ারি পুলিশ সানিকে গ্রেফতার করে। এরপর ২০ লাখ টাকা যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগ এনে ২৩ জানুয়ারি সানির বিরুদ্ধে যৌতুক আইনে আরেকটি মামলা করেন ওই তরুণী। সবশেষে ১ ফেব্রুয়ারি তিনি নারী ও শিশু নির্যাতন আইনে আরেকটি মামলা করেন।
বিডি-প্রতিদিন/১৫ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব