Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০৯:৩৯
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০১৭ ১০:০৩

আইপিএলে ফিরছেন মোহাম্মদ কাইফ!

অনলাইন ডেস্ক

আইপিএলে ফিরছেন মোহাম্মদ কাইফ!

ভারতের সাবেক তারকা ব্যাটসম্যন মোহাম্মদ কাইফকে এবার আইপিএলে দেখা যাবে। তবে খেলোয়াড় হিসেবে নয়, কোচের ভূমিকায়। আগামী ৫ এপ্রিল থেকে শুরু হবে দশম আইপিএল। সেখানেই গুজরাট লায়ন্সের কোচ হিসেবে দেখা যাবে তাকে।

ব্যাটসম্যান কাইফের পাশাপাশি ফিন্ডার হিসেবে বেশ খ্যাতি আছে এই মিডলঅর্ডার ব্যাটসম্যানের। ভারতের অনেক ম্যাচের জয়ের নায়কও তিনি। আন্তর্জাতিক ক্রিকেট জীবন শুরু হয়েছিল ২০০২ সালে কানপুরে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচ দিয়ে। সৌরভের টিম ইন্ডিয়ার বিশ্বস্ত সৈনিক ছিলেন তিনিও। সেই কাইফ এবার কোচ। অনেকদিন ধরেই আলোচনা চলছিল দলের ম্যানেজমেন্টের সঙ্গে। বুধবারই চুক্তি হওয়ার কথা ছিল বলে ভারতীয় গণমাধ্যম খবর প্রকাশ করলেও চুক্তির বিষয়টা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

গুজরাটের অধিনায়ক সুরেশ রায়না। রয়েছেন ব্রেন্ডন ম্যাকালামের মতো বিদেশি প্লেয়ারও। এছাড়া অ্যারন ফিঞ্চ, জেমস ফকনার, রবীন্দ্র
জাদেজার মতো বড় নামও।

এর আগেও অবশ্য কাইফকে আইপিএলে দেখা গেছে। তবে সেটা খেলোয়াড় হিসেবে। ৩৬ বছরের কাইফ খেলেছেন পঞ্জাব, রাজস্থান ও বেঙ্গালুরুর হয়ে। ২০০৮ সালের বিজয়ী রাজস্থান দলের সদস্য ছিলেন তিনি।


বিডি-প্রতিদিন/১৬ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব


আপনার মন্তব্য