ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচে জয়ের ব্যবধানে বড় পার্থক্য গড়ে বোনাস পয়েন্ট পাওয়া টাইগাররা তৃতীয় ম্যাচে এসেও পেয়েছে উড়ন্ত জয়। যদিও চলমান আসরের ফাইনাল দ্বিতীয় ম্যাচেই নিশ্চিত করে মাশরাফি বাহিনী। তবুও বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচটিতে টাইগাররা নির্ভার থাকছে না। বরং ম্যাচটিকে দেখছে বেশ গুরুত্ব সহকারেই। কারণ এই টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ।
বুধবার টিম হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে এসব কথা জানান টাইগারদের টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ। তিনি বলেন, ‘নির্ভার থাকার কোনো সুযোগই নেই। কেননা সামনে আমরা আর ব্রেক পাব না, মঙ্গলবার খেললাম, বৃহস্পতিবার খেলব, আবার ২৭ তারিখ ফাইনাল।’
বৃহস্পতিবারের ম্যাচটা ফাইনালের মতোই গুরুত্বপূর্ণ দিয়ে খেলতে হবে জানিয়ে তিনি আরও বলেন, এটা আলাদা একটা ওয়ানডে ম্যাচ। প্রত্যেকটা ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আর ফাইনাল তো অবশ্যই ফাইনাল। এটা আরও গুরুত্বপূর্ণ।’
বৃহস্পতিবার দুপুর ১২টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের চতুর্থ ও টুর্নামেন্টের ষষ্ঠ ম্যাচে টেবিলের দুই নাম্বারে থাকা শ্রীলঙ্কাকে মোকাবেলা করবে ৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকা বাংলাদেশ।
বিডি প্রতিদিন/২৪ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম