অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ফেব্রুয়ারিতে শুরু হবে এই সিরিজ। আর এরই মধ্যে ইয়ান মরগানকে অধিনায়ক করে ১৬ সদস্যের দল ঘোষণা করা হলো।
টেস্ট অধিনায়ক জো রুটের পরিবর্তে দলে ডাক পেয়েছেন পেস অলরাউন্ডার স্যাম কুরান। বিশ্রামের আবেদন করায় রুটকে ছুটি দেয়া হয়েছে। ১৯ বছর বসয়ী কুরান ৩৪টি প্রথম শ্রেণির ক্রিকেট ম্যাচে ৮৬টি উইকেচের পাশাপাশি ব্যাট হাতে রান করেছেন ১২৭৭ রান।
ইংল্যান্ডের স্কোয়াড:
ইয়ান মরগান (অধিনায়ক), স্যাম বিলিংস (উইকেটরক্ষক), জস বাটলার (উইকেটরক্ষক), স্যাম কুরান, টম কুরান, লিয়াম ডসন, আলেক্স হেলস, ক্রিস জর্ডান, দাওয়িত মালান, লিয়াম প্লানকেট, আদিল রশিদ, জ্যাসন রয়, বেন স্টোকস, জেমস ভিন্স, ডেভিড উইলি ও মার্ক উড।
বিডি প্রতিদিন/২৫ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ