রিয়াল মাদ্রিদের পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো সম্প্রতি নিজেকে ফুটবল বিশ্বের শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে উল্লেখ করেন। আর তাতেই যেন ফুঁসে ওঠেন ফুটবলের রাজপুত্র দিয়েগো ম্যারাডোনা। রোনাল্ডোর শ্রেষ্ঠত্ব নিয়ে প্রশ্ন তুলেন তিনি।
পাশাপাশি রোনালদোর সেই মন্তব্যের পাল্টা জবাবও দিয়েছেন সংযুক্ত আরব আমিরশাহীর দ্বিতীয় বিভাগের ক্লাব আল ফুজাইরাহ এসসি-র কোচ ম্যারাডোনা।
এ ব্যাপারে তিনি বলেন, ‘আমার মনে হয় না রোনালদোই সেরা। নিশ্চয়ই ওর ঝখঝকে ফুটবল কেরিয়ারকে আমি সম্মান করি। কিন্তু এর বেশি আর কিছু নয়। কারণ বিশ্বের সেরা ফুটবলার আমি। রোনালদো কেন! আমার থেকে ভাল কেউ-ই হতে পারে না।’
সাতান্ন বছরের আর্জেন্টাইন এই কিংবদন্তি আরও বলেন, ‘আমি ফুটবলার হিসেবে যা করেছি, তা অন্য কেউ করতে পারবে না। তা সে ভালই হোক বা খারাপ। নির্বোধের মতো অনেকেই অনেক কিছু বলতে পারে। কিন্তু সবাই জানে সেরা ফুটবলার হল ম্যারাডোনা।’
বিডি প্রতিদিন/২৫ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ