ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত ফর্মে আছে টাইগাররা। আর সেই ধারাবাহিকতা বজায় রেখেই বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে টিম বাংলাদেশ। অন্যদিকে, গুরুত্বপূর্ণ এই ম্যাচে জয় পেতে মরিয়া লঙ্কানরা। ভাল খেলেই স্বাগতিকদের বিপক্ষে ফাইনাল নিশ্চিত করতে চায় চন্ডিকা হাতুরাসিংহের দল। তবে টাইগারদের বিপক্ষে জয় তুলে নেয়া যে সহজ হবে না তা'ও ভাল করেই জানেন লঙ্কান অধিনায়ক দিনেশ চান্দিমাল।
বাংলাদেশকে সংঙ্গায়িত করতে গিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে এই দলটা অসাধারণ। ওদের দারুণ কিছু প্লেয়ার আছে। তামিম, সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহ। মূল ব্যাপার হলো সিনিয়র প্লেয়ার হিসেবে তারা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। ৮-১০ বছর হলো আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে। আমার মনে হয় এটাই তাদের বাড়তি সুবিধা। তারা সবাই অসাধারণ খেলছে।’
ত্রিদেশীয় সিরিজে সবার আগে ফাইনাল নিশ্চিত করা বাংলাদেশ শেষ তিন ম্যাচের দাপুটে জয়ে নিজেদের শক্তিমত্তা জানান দিয়েছে। এছাড়া ঘরের মাঠে সাম্প্রতিক সময়েও অসাধারণ পারফরম্যান্স উপহার দিয়ে চলছে টাইগাররা।
বিডি প্রতিদিন/২৫ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ