ত্রিদেশীয় সিরিজে বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। টাইগাররা এই মধ্যে ফাইনাল নিশ্চিত করেছে। অন্যদিকে, প্রথম ম্যাচে মাশরাফি বাহিনীর কাছে হেরেছে লঙ্কানরা, হেরেছে জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচও। তবে পরের ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে জয় পেয়েছে দলটি। তাই ফাইনালে যেতে হলে বৃহস্পতিবার টাইগারদের বিপক্ষে জিততে হবে; অথবা হারের ব্যবধানটা কম রাখতে হবে শ্রীলঙ্কার।
কিন্তু ভাগ্যের ওপর ভরসা করে ফাইনাল খেলতে চান না লঙ্কান অধিনায়ক দিনেশ চান্দিমাল। তিনি বললেন, ‘দল হিসেবে আমরা ওভাবে ভাবিনি। সত্যি কথা বলতে আমাদের ভাল খেলতে হবে এবং অন্য আট দশটা ম্যাচের মতোই। আমরা যে জায়গায় নিয়ন্ত্রণ রাখতে পারবো শুধু ওটাই ফোকাস করতে হবে। তাহলেই ফলাফল আমাদের পক্ষে আসবে। এবং আমরা সেটাই করবো।’
বাংলাদেশের কাছে হারলেও ফাইনালের সুযোগ থাকছে টিম শ্রীলঙ্কার। কিন্তু ম্যাচটিতে ভালো কিছু করে জিততে চায় টিম শ্রীলঙ্কা। চান্দিমাল বলেন, ‘আমি শেষ সংবাদ সম্মেলনে যেটা বলেছি, এধরণের টুর্নামেন্টে প্রথম দুটি ম্যাচ হেরে গেলে সবসময়ই কঠিন। কিন্তু কখনো কখনও এটা আপনাকে শক্তভাবে ফিরতে আত্মবিশ্বাস যোগাবে। দল হিসেবে আমরা ওভাবেই দেখছি। এবং ভালো কিছু করে কাল ফিরতে চাইছি।’
বিডি প্রতিদিন/২৫ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ