ত্রিদেশীয় সিরিজে লিগ পর্বের শেষ ম্যাচে আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে আগেই ফাইনাল নিশ্চিত করা বাংলাদেশ। ম্যাচটি বাংলাদেশের জন্য নিয়মরক্ষার হলেও লঙ্কানদের জন্য জয়ের বিকল্প নেই। যদিও কাছাকাছি হারলে বড় ক্ষতি হবে না। তবে বড় ব্যবধানে হারলেই বিদায় নিতে হবে হাথুরুসিংহের শিষ্যদের। আবার ম্যাচটি ড্র কিংবা পরিত্যক্ত হলে ফাইনালে উঠে যাবে শ্রীলঙ্কা। আর শ্রীলঙ্কা হেরে গেলে দেখা হবে নেট রানরেট। কারণ তখন দু'দলেরই পয়েন্ট হবে ৪।
এখন পর্যন্ত যে অবস্থা সেখানে জিম্বাবুয়ের থেকে নেট রান রেটে এগিয়ে শ্রীলঙ্কা। লঙ্কানদের যেখানে -০.৯৮৯, সেখানে নেট রান রেট -১.০৮৭। ফলে বাংলাদেশে যদি আজ প্রথমে ব্যাট করে ২৫০ বা ৩০০ রান করে এবং ৬৯ রানের বেশি ব্যবধানে জেতে তাহলে বাদ পড়বে শ্রীলঙ্কা। তবে বাংলাদেশ ২০০ রান করলে লঙ্কানদের ১৩৪ রান করলেই হবে। তখন জিম্বাবুয়ের আশা শেষ হয়ে যাবে। আবার লঙ্কানরা যদি আগে ব্যাটিং করে ২০০ রানের বেশি করে এবং বাংলাদেশ সেই রান যদি ৩৭.৪ ওভারের মধ্যে পেরিয়ে যায় তাহলে আর ফাইনাল খেলা হবে না লঙ্কানদের। তখন আগামী ২৭ জানুয়ারি ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে দেখা যাবে জিম্বাবুয়েকে।
বিডি-প্রতিদিন/২৫ জানুয়ারি, ২০১৮/মাহবুব