ত্রিদেশীয় সিরিজের লিগ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোচট খেয়েছে বাংলাদেশ। মাত্র ১৬ রানের মধ্যে ৩টি উইকেট হারায় টাইগাররা। একে একে সাজঘরে ফিরে যান এনামুল, সাকিব ও তামিম ইকবাল।
এর পর মুশফিক-মাহমুদউল্লাহর ১৮ রানের জুটি ও মুশফিক-সাব্বির ২৩ রানের জুটিই বলে দেয় বাংলাদেশ কতটা বিপাকে পড়েছে। মাহমুদউল্লাহ ৭ ও সাব্বির ১০ রানে ফিরে গেছেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৯ ওভারে ৬ উইকেট হারিয়ে ৭১ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। উইকেটে আছেন নাসির হোসেন ও মুশফিকুর রহিম।
লঙ্কানদের হয়ে সুরঙ্গা লাকমল ৩টি ও থিসারা পেরেরা ২টি উইকেট নিয়েছেন।
এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশি অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। কিন্তু ব্যাটিংয়ে নেমে টপ অর্ডার ও মিডল অর্ডারের ব্যর্থতায় বিপাকে পড়ে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, সাব্বির রহমান, আবুল হাসান, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।
বিডিপ্রতিদিন/ ২৫ জানুয়ারি, ২০১৮/ ই জাহান