দীর্ঘ ২ বছর পর জাতীয় দলে ডাক পেয়েও সুযোগের সদ্ব্যবহার করতে পারলেন না এনামুল হক বিজয়। টানা চার ম্যাচে তামিম ইকবালে সঙ্গে ওপেনিংয়ে নেমে বারবারই ব্যর্থ হয়েছেন এ ওপেনার।
প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ১৯, দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৫ রান। এরপর পর পর দুই ম্যাচে দুই অঙ্কের ঘরেও পৌঁছাতে পারেননি। তৃতীয় ম্যাচে করেছেন ৭ বলে ১ রান। আর আজ লঙ্কানদের বিপক্ষে ৬ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি। বলতেই হচ্ছে সুযোগ পেয়ে হাতছাড়া করেছেন এনামুল।
নিজেকে মেলে ধরতে পারেন নি। চার ম্যাচে অন্তত একটা বড় ইনিংস আশা করছিলেন ভক্তরা।
তবে বার বার ব্যর্থতায় নিজের কপালে নিজেই কুড়াল মারছেন এনামুল। এরপর দল থেকে বাদ পড়লে ফেরাটা যে বেশ কঠিন হবে তা নিশ্চয়ই অনুধাবন করতে পারছেন বিজয়।
এদিকে দীর্ঘ দিন ধরেই তামিমের সঙ্গী খুঁজতে পরীক্ষা-নীরিক্ষা করছে টিম বাংলাদেশ। জহুরুল ইসলাম, জুনায়েদ সিদ্দিকী, ইমরুল কায়েস, সৌম্য সরকার, এনামুল বিজয়,লিটন দাস কেউই তামিমকে যোগ্য সঙ্গটা দিতে পারছেন না। একজন ভাল ওপেনারের খুঁজে আর কতদিন অপেক্ষা করতে হবে বাংলাদেশকে!
বিডিপ্রতিদিন/ ২৫ জানুয়ারি, ২০১৮/ ই জাহান