অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে স্বপ্নের দৌড় বজায় রাখল আফগানিস্তান। কোয়ার্টার ফাইনালে আয়োজক নিউজিল্যান্ডকে একতরফা লড়াইয়ে উড়িয়ে দিয়ে শেষ চারে জায়গা করে নেয় আফগানরা।
ক্রাইস্টচার্চে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক নবীন-উল-হক। ওপেনিং জুটির গড়ে দেওয়া শক্ত ভিতে বড় রানের ইমারত গড়ে তোলে আফগানিস্তান। রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জর্দানের জোড়া হাফসেঞ্চুরির দৌলতে প্রথম উইকেটের জুটিতে ১১৭ রান তোলে তারা। রহমানুল্লাহ ৬৯ ও ইব্রাহিম ৬৮ রান করে আউট হন।
এছাড়া হাফসেঞ্চুরি করেন বাহির শাহ ও আজমাতুল্লাহ ওমারজাই। বাহির ৬৭ রানে অপরাজিত থাকেন। ওমারজাই মাত্র ২৩ বলে ৬৬ রান করে আউট হন। তিনি ৩টি চার ও ৭টি ছয় মারেন। আফগানিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩০৯ রান তোলে।
জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ২৮.১ ওভারে মাত্র ১০৭ রানে অলআউট হয়ে যায়। কাটেন ক্লার্ক দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করে আউট হন। চারটি করে উইকেট নিয়েছেন মুজিব ও কায়িস আহমেদ। একটি উইকেট নিয়েছেন নবীন।
২০২ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে আফগানিস্তান। ম্যাচের সেরা হন ওমারজাই। শেষ চারের লড়াইয়ে আফগানিস্তান মুখোমুখি হবে তিনবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার।
বিডি প্রতিদিন/২৫ জানুয়ারি ২০১৮/আরাফাত