বাঁ-হাতি ব্যাটসম্যান ইমরুল কায়েসকে ফিরিয়ে এনে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আট বছর পর আগামী ২৭ জানুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে আয়োজিত ত্রিদেশীয় সিরিজের ফাইনাল খেলবে স্বাগতিক বাংলাদেশ।
টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচের দলে থাকলেও অনুশীলনে চোট পাওয়ায় কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি ইমরুল কায়েস। লিগ পর্বের শেষ দুই ম্যাচের জন্য তাকে সেরা একাদশে রাখেননি নির্বাচকরা। ফলে জাতীয় দলের বাইরে গিয়ে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) খেলতে নামেন ইমরুল।
বিসিএলের তৃতীয় রাউন্ডে বিসিবি নর্থ জোনের বিপক্ষে তিন নম্বরে ব্যাট হাতে নেমে ১১৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি। তার ১৩১ বলের ইনিংসে ১৪টি চার ছিল।
ত্রিদেশীয় সিরিজের লিগ পর্বে বাংলাদেশের উদ্বোধনী জুটি নিয়ে সমস্যাটা চোখে পড়ার মতই ছিল। ড্যাশিং ওপেনার তামিম ব্যাট হাতে সফল হলেও প্রায় তিন বছর পর দলে ফিরেও নিজেকে মেলে ধরতে পারেননি এনামুল হক বিজয়। চার ম্যাচে যথাক্রমে ১৯, ৩৫, ১ ও ০ রান করেন তিনি। তাই ফাইনালে বিজয়ের পরিবর্তে ইমরুলকে নিয়ে একাদশ সাজানোর চিন্তা করতেই পারে বাংলাদেশ।
বাংলাদেশ দল : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ মিথুন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবুল হাসান রাজু, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, সানজামুল ইসলাম।
বিডি প্রতিদিন/২৫ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম