কোপা দেল’রের কোয়ার্টারফাইনালের প্রথম লেগে এস্পানিওলের মাঠে ১-০ ব্যবধানে পিছিয়ে ছিল বার্সেলোনা। তবে বৃহস্পতিবার রাতে নু ক্যাম্পে দ্বিতীয় লেগে যেন বার্সার সামনে দাঁড়াতেই পারলো না এস্পানিওল। লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের গোলে ২-০ ব্যবধানে জয় পেয়েছে টিম বার্সেলোনা। আর তাতে দুই লেগে মিলিয়ে ২-১ ব্যবধানে সেমিতে পৌঁছে গেছে কাতালান ক্লাবটি।
এদিন ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকে মেসি-সুয়ারেজরা। নু ক্যাম্পে ৯ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। ডান দিক থেকে আলেইশ ভিদালের দারুণ ক্রস ছয় গজ বক্সে পেয়ে হেডে প্রথম গোলটি করেন লুইস সুয়ারেজ। এরপর ২৫ মিনিটে দ্বিতীয় গোলটি করেন মেসি। প্রতিপক্ষ ডিফেন্ডারদের ভুলের সুযোগে ডি-বক্সের বাইরে বল ধরে কিছুটা আড়াআড়ি গিয়ে বাঁ-পায়ের জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।
জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে লিভারপুল থেকে নু ক্যাম্পে যোগ দেয়া ফিলিপ কুতিনহোকে মাঠে নামানো হয় ম্যাচের ৬৮ মিনিটে। আন্দ্রেস ইনিয়স্তোর পরিবর্তে মাঠে নামেন তিনি।
বিডি প্রতিদিন/২৬ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ