অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেই শেষ হলো টাইগার যুবাদের যাত্রা। নিউজিল্যান্ডে অনুষ্ঠিত সেমিফাইনালের লড়াইয়ে প্রতিবেশি ভারতের কাছে ১৩১ রানে হেরে গেল বাংলাদেশ।
বল হাতে দিনের শুরুটা দারুণ করে টাইগার বোলাররা। প্রথমে ব্যাট করতে নেমে ৪৯.২ ওভারে ২৬৫ রানে সবকটি উইকেট হারায় রাহুল দ্রাবিড়ের শিষ্যরা। কিন্তু ব্যাটসম্যানরা লড়াইটা চালিয়ে যেতে পারল না। ৪২.১ ওভার শেষে ১৩৪ রানে গুটিয়ে যায় সাইফ হাসানরা।
কুইন্সটাউনে ২৬৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে সুবিধে করতে পারেনি গত বিশ্বকাপের সেমিফাইনালে খেলা বাংলাদেশ। ওপেনার পিনাক ঘোষ ছাড়া আর কাউকেই লড়তে দেখা যায়নি। পিনাক সর্বোচ্চ ৪৩ রান করেন। দলের আর কেউই লেখার মতো স্কোর করতে পারেননি।
কামলেস নাগারকোটি ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ তিন উইকেট নেন।
বিডি প্রতিদিন/২৬ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ