বিশ্বকাপে আবারও মুখোমুখি হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তানের সামনে ভারত।
শুক্রবার কোয়ার্টার ফাইনালে বাংলাদেশকে ১৩১ রানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ভারত। ২৬৫ রান তাড়া করতে নেমে ১৩৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। এর আগে টস জিতে প্রথম ব্যাটিং করে বাংলাদেশকে ২৬৬ রানের লক্ষ্য দেয় ভারত।
আগামী মঙ্গলবার ক্রাইস্টচার্চে হেগলে ওভালে দ্বিতীয় সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে ভারত।
এদিকে, আগামী সোমবার প্রথম সেমিফাইনালে আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে অস্ট্রেলিয়া। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছায় অস্ট্রেলিয়া।
বিডি প্রতিদিন/২৬ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম