এস্পানিওলকে হারিয়ে বৃহস্পতিবার রাতে কোপা ডেল রে সেমিতে উঠে গেছে বার্সেলোনা। ২৫ মিনিটের মাথায় বার্সেলোনার পক্ষে দ্বিতীয় গোলটি করেন আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসি। আর এর মাধ্যমে বার্সেলোনা কিংবদন্তী ছাড়িয়ে যান ব্যতিক্রমী একটি মাইলফলক। ক্যাম্প নুতে এটি বার্সেলোনার ৪০০০ তম গোল।
কোপা দেল’রের কোয়ার্টারফাইনালের প্রথম লেগে এস্পানিওলের মাঠে ১-০ ব্যবধানে পিছিয়ে ছিল বার্সেলোনা। বৃহস্পতিবার রাতে নু ক্যাম্পে দ্বিতীয় লেগে যেন বার্সার সামনে দাঁড়াতেই পারেনি এস্পানিওল। মেসি ও লুইস সুয়ারেজের গোলে ২-০ ব্যবধানে জয় পেয়েছে বার্সা।
বিডি প্রতিদিন/২৬ জানুয়ারি, ২০১৮/ফারজানা