ত্রিদেশীয় সিরিজের শুরু থেকেই দাপুটে পারফরম্যান্স দেখিয়ে চলেছে স্বাগতিক বাংলাদেশ। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে তাদের চতুর্থ ম্যাচটি বাদ দিলে বাকি তিনটি ম্যাচেই বোনাস পয়েন্টের জয় নিয়ে মাঠ ছেড়েছে মাশরাফি বাহিনী। তাই ফাইনাল ম্যাচে জয় ছাড়া কিছুই ভাবছে না টিম বাংলাদেশ।
আর এই প্রত্যয়ে বাড়তি স্পৃহা যোগ করছে- প্রথমবারের মতো ত্রিদেশীয় সিরিজের শিরোপা ঘরে তোলা। এর আগে কখনোই তিন জাতির সিরিজ জিততে পারেনি টাইগাররা। শুক্রবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে টাইগার ওয়ানডে দলপতি মাশরাফি বিন মর্তুজা সেকথাই বললেন।
এসময় টাইগার অধিনায়ক বলেন, ‘ফাইনাল ম্যাচে জেতার জন্য আমরা সবাই উদগ্রীব হয়ে আছি। এটা সত্যি কথা। যদি হতে পারি, তবে প্রথমবারের মতো হবে। আসলে হওয়ার আগ পর্যন্ত এটা নিয়ে বেশি চিন্তা করতে থাকলে আমার কাছে মনে হয় বেশি চাপ এসে দাঁড়াবে। বিশেষ করে ফাইনাল ম্যাচে একটা চাপ থাকেই। যদি বৃহস্পতিবারের ম্যাচটি জিততাম তাও থাকতো। আমার কাছে মনে হয় গতকাল হারাতে চাপটা আরও কমে যাওয়ার কথা। চাপ সব সময়ই একটা থাকে যা থাকবেই এবং জয়টা আমরা অবশ্যই চাই।’
মাশরাফি আরও বলেন, ‘প্রথমবারের মতো আমরা যদি জিততে পারি, এটা অনেক আনন্দের হবে। সব কিছু নির্ভর করছে আসলে কালকে আমরা কেমন খেলবো, কেমন শুরু করবো ম্যাচটা। যেহেতু ওয়ানডে সেহেতু ৩,৪,৫টা ওভারেই খেলার পট পরিবর্তন হয়ে যেতে পারে। সো আমাদের ওই দিকগুলোর প্রতি নজর রাখতে হবে।’
মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শনিবার ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।
বিডি প্রতিদিন/২৬ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ