ভারতীয় দলের সমালোচনায় হরভজন। ঘুরিয়ে বিরাটদের একহাত নিলেন তিনি। ঘরের মাঠে সহজ প্রতিপক্ষের বিরুদ্ধে টেস্ট জয়ের মধ্যে কোনও উন্নতি দেখছেন না টিম ইন্ডিয়ার সাবেক এই স্পিনার। বিদেশের মাটিতে বেশি খেললে ক্রিকেটারদের লাভ হবে বলে মনে করেন হরভজন।
সৌরভ-ধোনির টিমের সঙ্গে বিরাটের দলের তুলনা করতে নারাজ হরভজন। অন্যদিকে আইপিএল নিলামের আগে নস্ট্যালজিক তিনি। দশ বছর ধরে মুম্বইয়ে খেলার পর হরভজনকে রিটেন করেননি মুম্বাই ফ্র্যাঞ্চাইজি। তবে মুম্বইয়ে না থাকলেও নতুন দলে খেলতে মুখিয়ে সাবেক ভারতীয় স্পিনার।
২ কোটি টাকার বেস প্রাইজে রয়েছেন হরভজন। আইপিএলের আগে নিজের বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ে জোর দিচ্ছেন। মুস্তাক আলিতে পাঞ্জাবের হয়ে তিন নম্বরে ব্যাট করছেন ভাজ্জি।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর