নতুন রেকর্ড গড়লেন বিরাট কোহলি। ভারতীয় টেস্ট অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রানের নজির গড়লেন বিরাট। ছাপিয়ে গেলেন মহেন্দ্র সিং ধোনিকে।
জোহানেসবার্গ টেস্টে দ্বিতীয় ইনিংসে ৪১ রান করেন কোহলি। আর এরই সুবাদে টেস্ট ক্রিকেটে ভারতীয় অধিনায়ক হিসেবে ৩৫টি টেস্টে করলেন ৩৪৫৬ রান। অধিনায়কত্বের দায়িত্বে থাকাকালীন টেস্টে ধোনির রান ছিল ৩৪৫৪। তবে এই রান করতে ধোনির লেগেছিল ৬০টি টেস্ট। ধোনির থেকে ২৫টি টেস্ট কম খেলেই এই রেকর্ডের মালিক বিরাট।
ধোনির পাশাপাশি সুনীল গাভাসাকারকেও ছাপিয়ে গেলেন কোহালি। অধিনায়কত্বের দায়িত্বে থাকাকালীন ৪৭টি টেস্টে গাওস্কর করেছিলেন ৩৪৪৯ রান। এই তালিকার চতুর্থ এবং পঞ্চম স্থানে আছেন যথাক্রমে মহম্মদ আজহারউদ্দিন এবং সৌরভ গাঙ্গুলি। ৪৭টি টেস্টে অধিনায়ক থাকাকালীন আজহারউদ্দিন করেছিলেন ২৮৫৬ রান। ৪৯টি টেস্টে সৌরভ করেছিলেন ২৫৬১ রান।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর