প্রথম তিনটি আসরে খেলেছিলেন রাজস্থান রয়্যালসের হয়ে। এরপর ২০১১ সালে তাকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। ২০১৭ পর্যন্ত কেকেআরের অন্যতম ভরসা ছিলেন ইউসুফ পঠান। এবার তাঁকে ধরে রাখেনি কলকাতা দল। কিন্তু তিনি খেলতে চান কলকাতার হয়েই।
শনিবার নিলামে যদি তাকে কলকাতা আবারও তুলে নেয় তা হলে যে তিনি খুশি হবেন সেটাও জানাতে ভোলেননি। তিনি বলেন, ‘‘আমি জানি না কোন ফ্র্যাঞ্চাইজি আমাকে নেবে। আমি যে কোনও দলের হয়েই খেলতে পারি। একই মানসিকতা নিয়ে খেলব যে ভাবে এতদিন খেলেছি।’’
পাঠান আরও বলেন, ‘‘দুই ফ্র্যাঞ্চাইজির হয়েই আমি অনেক ম্যাচ খেলেছি। কিন্তু বেশি ম্যাচ খেলেছিল কেকেআরের হয়ে। যখন একটা দলের সঙ্গে অনেক সময় কাটাতে হয় তখন একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। সেটাই হয়েছে আমার সঙ্গে। আমি দুই দলের সঙ্গেই মানসিকভাবে জড়িয়ে রয়েছি।’’
সুনীল নারিন আর আন্দ্রে রাসেলকে ধরে রাখার পর কলকাতার হাতে রয়েছে তিনটি আরটিএম। পাঠান বলেন, ‘‘যদি আরটিএমেএ কেকেআর আমাকে নেয় তা হলে আমার ভাল লাগবে। সাতটা মৌসুম আমি ওখানে কাটিয়েছি। ফিরে যেতে চাই। এই দলের থেকে আমি অনেক কিছু পেয়েছি।’’
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর