ত্রিদেশীয় সিরিজের শুরু থেকেই দাপুটে পারফরম্যান্স দেখিয়ে চলেছে স্বাগতিক বাংলাদেশ। আজ বেলা ১২ টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয় ফাইনাল ম্যাচ। তবে একটি দুটি নয়, তিনটি পরিবর্তন নিয়ে এই ম্যাচে নেমেছে স্বাগতিক বাংলাদেশ।
প্রথমবারের মতো ত্রিদেশীয় সিরিজে খেলছেন মেহেদি হাসান মিরাজ ও টপঅর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। একাদশে ফিরেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন।
শ্রীলঙ্কা বিপক্ষে শিরোপা নির্ধারণী হাইভোল্টেজ ম্যাচে বাদ পড়েছেন ওপেনার এনামুল হক বিজয়, অলরাউন্ডার নাসির হোসেন ও আবুল হাসান রাজু।
বাংলাদেশ দল
তামিম ইকবাল, মোহাম্মদ মিথুন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।
শ্রীলঙ্কার দল
উপুল থারাঙ্গা, দানুশকা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল (অধিনায়ক), আসেলা গুনারত্নে, নিরোশান ডিকভেলা, থিসারা পেরেরা, সুরঙ্গা লাকমাল, আকিলা ধনঞ্জয়া, দুশমন্ত চামিরা ও শেহান মাদুশানাকা।
বিডি প্রতিদিন/২৭ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ