চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৫১৩ রান করে। জবাবে শ্রীলঙ্কা ৯ উইকেট হারিয়ে ৭১৩ রান করে ইনিংস ঘোষণা করে। ২০০ রান পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিক বাংলাদেশ।
আজ চতুর্থ দিনের প্রথম সেশনেই বল হাতে চতুর্থ সাফল্যটি পেয়ে যায় বাংলাদেশ । ১০৯ রান করা রোশেন সিলভাকে সাজঘরে ফেরান মেহেদী হাসান মিরাজ। এরপর লঙ্কান অধিনায়ক চান্দিমাল পঞ্চম উইকেটে নিরোশান ডিকওয়েলাকে সঙ্গে নিয়ে তিনি গড়েছিলেন ৬৩ রানের জুটি। ৬২ রান করে ডিকওয়েলাও হয়েছেন মিরাজের শিকার।
মধ্যাহ্ন বিরতি থেকে ফিরে তাইজুল ইসলামের দারুণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে ফেরেন লঙ্কান অধিনায়ক দিনেশ চান্দিমাল। সেঞ্চুরি থেকে ১৩ রান দূরে থাকতে বিদায় নেন তিনি (৮৭)। ১৮৫ বলে তিনটি চারের সাহায্যে নিজের ইনিংস সাজান চান্দিমাল। আর দ্বিতীয় উইকেট তুলে নেন তাইজুল। মেহেদি হাসান মিরাজের তৃতীয় শিকারে মাঠ ছাড়েন নিরোশান দিকভেলা। ৬১ বলে ৯টি চারের সাহায্যে ৬২ রান করে উইকেটরক্ষক লিটন দাশকে ক্যাচ দেন তিনি।
ক্যারিয়ারের প্রথম উইকেটটি পেতে বেশ কষ্টই করতে হলো সানজামুল ইসলামকে। ১৪৪ রানের বিনিময়ে অভিষেকে প্রথম উইকেট নিয়ে লজ্জার রেকর্ড থেকে বাঁচলেন এ বাঁহাতি। ৩২ রানে থাকা দিলরুয়ান পেরেরাকে এলবির ফাঁদে ফেলেন তিনি। দ্বিতীয় সেশন থেকে ফিরেই সুরাঙ্গা লাকমালকে (৯) বোল্ড করেন তাইজুল ইসলাম।পরের ওভারে ২৪ রানে থাকা রঙ্গনা হেরাথকে এলবির ফাঁদে ফেলেন বাঁহাতি এ স্পিনারের ব্যক্তিগত চতুর্থ উইকেট তুলে নেন।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর