চট্টগ্রাম টেস্টে ইতিহাস গড়ার পথেই ছিলেন লিটন দাস। তবে সেঞ্চুরি আর করা হল না তার। এর আগে, রেকর্ড গড়ে বিদায় নেন মুমিনুলও।
শেষ দিন শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকেন লিটন-মুমিনুল জুটি। এরই মাঝে বাংলাদেশের হয়ে প্রথম ব্যাটসম্যান হিসেবে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি তুলে নেন মুমিনুল। এই টেস্টে ক্যারিয়ারের পঞ্চম ও ষষ্ঠ সেঞ্চুরি করেন তিনি। শেষ পর্যন্ত ১৭৪ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ১০৫ রান করে ধনাঞ্জয়া ডি সিলভার বলে আউট হন এই বাঁহাতি ব্যাটসম্যান। চতুর্থ উইকেট জুটিতে তিনি লিটন দাশের সঙ্গে ১৮০ রানের পার্টনারশিপ গড়েছিলেন।
পরে নিজের রানকে এগিয়ে নিতে থাকেন লিটন। তবে আক্ষেপটা ৬ রানের। ব্যক্তিগত ৯৪ রানে হেরাথের বলে পেরেরার তালুবন্দি হন তিনি।
এর আগে খেলার পঞ্চম দিন ১১৯ রানে পিছিয়ে থেকে মাঠে নামে বাংলাদেশ। যেখানে চতুর্থ দিন ৮১ রানে টপ অর্ডারের তিন উইকেট হারিয়েছিল স্বাগতিকরা।
বাংলাদেশ প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৫১৩ করে। ১৭৬ রানেসর দারুণ এক সেঞ্চুরি তুলেছিলেন মুমিনুল। জবাবে চতুর্থ দিন ৯ উইকেট হারানো শ্রীলঙ্কা ৭১৩ রানের নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে। যেখানে ২০০ রানের লিড পায় সফরকারীরা।
বিডি প্রতিদিন/০৪ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ