লঙ্কানদের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে জয়ের আশা অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল। গতকাল দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ৩ উইকেট পড়ে যাওয়ার হারের শঙ্কাও জেগেছিল। যদিও মুমিনুল হক ছিলেন বলেই কিনা কিছুটা আশা বেঁচে ছিল বাংলাদেশের। দেশবাসীর সেই প্রত্যাশার প্রতিফলনটাও ব্যাট হাতে দারুণ দিয়েছেন টেস্ট স্পেশ্যালিস্ট এই ব্যাটসম্যান। সাথে লিটন দাসের ৯৪ রানের দুর্দান্ত ইনিংস। শেষ পর্যন্ত ম্যাচ ড্র'ই হয়েছে। আর এমন ম্যাচ ড্র-এর পেছনে সবচেয়ে বড় অবদান ছিল মুমিনুল হকের।
প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করে প্রথম বাংলাদেশি হিসেবে এক টেস্টে জোড়া সেঞ্চুরির অনন্য নজিরও গড়লেন তিনি। চাপের মধ্যে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি তো ছিল, সাথে প্রথম ইনিংসের ১৭৬ রানের ঝলমলে ইনিংস। এমন দুটি ইনিংস ছাপিয়ে আসলে ম্যাচসেরার পুরস্কারটা আর কারও হাতে উঠার কথা নয়, উঠেনিও। বাংলাদেশের লিটল মাস্টার মুমিনুল হককেই সেরার স্বীকৃতি দিয়েছেন বিচারকরা।
বিডি-প্রতিদিন/০৪ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব