মুমিনুল হক। নিঃসন্দেহে বাংলাদেশের একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যান। কিন্তু খারাপ সময় চলছিল বলে তাকে ছুড়ে ফেলে দিয়েছিলেন হাথুরুসিংহে। টেস্ট ক্রিকেটের তকমা গায়ে লেগে যাওয়া মুমিনুল নিজের জাত চেনালেন হাথুরুসিংহেকেও। লঙ্কানদের হাতের মুঠোয় থাকা ম্যাচটা সামনে থেকে আগলে রেখে ড্র তে পরিণত করলেন এই লিটল মাস্টার।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী ম্যাচে শামীম চৌধুরী বলছিলেন, 'ম্যান অব দ্য ম্যাচ হওয়ার দাবিদার আছেন অনেকেই। দুই ইনিংস মিলিয়ে দুই দলের ৫ ক্রিকেটার সেঞ্চুরি করেছেন। কিন্তু বিরল রেকর্ড গড়ে একজনই আছেন সবার সেরা। তিনি মুমিনুল হক।' ছোটখাট গড়নের মুমিনুল হাসিমুখে সবার করতালির মধ্য দিয়ে উঠলেন মঞ্চে। পুরস্কার নিলেন, বললেন নিজের কিছু কথা।
পুরস্কার বিতরণী দেখতে দেখতে পাশ থেকে একজন মজা করেই বলে উঠল, 'ওরে ব্যাটা, জবাবটা কি এত কঠিন করে দিতে হয়?' হ্যাঁ, জবাব দিলে এমন কঠিন করেই দিতে হয়। মুমিনুলের সঙ্গে যা হয়েছে তা তো রীতিমত অন্যায়। খারাপ সময় চলছিল বলে তাকে ছুড়ে ফেলে দিয়েছিলেন হাথুরুসিংহে। তারপরও গড়ের দিক দিয়ে (৪৮.২০) মুমিনুলই বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাটসম্যান।
হাথুরুসিংহের আমলের শেষ দিকে দলে তার অবস্থান টালমাটাল ছিল। কখন বাদ পড়েন সেই চিন্তায় থাকতে হত। ব্যাটে ছিল না রান। এবার নতুন সিজনে একাদশে সুযোগ পেয়ে প্রথম ইনিংসে ১৭৬ রান করলেন। সেঞ্চুরির পর তার বুনো উল্লাস দেখা গিয়েছিল প্রথমবারের মত। এতেও মন ভরল না মুমিনুলের। দ্বিতীয় ইনিংসে দল যখন ইনিংস হারের শংকার মুখে, তখনই লিটন দাসকে নিয়ে ১৮০ রানের অসাধারণ এক জুটি গড়লেন।
দ্বিতীয় ইনিংসেও তিন অংকে (১০৫) গিয়ে দেশের হয়ে রীতিমত ইতিহাস গড়ে ফেললেন তিনি! এক টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি করা একমাত্র ব্যাটসম্যান তিনি। জোড়া সেঞ্চুরিতে ভেঙ্গে দিয়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবালের এক ম্যাচে সর্বমোট রানের রেকর্ড (২৩১)। জবাবটা কাকে দিচ্ছেন সেটা এর আগেও বলতে চাননি মুমিনুল। তবে সবাই জানে জবাবটা তিনি কাকে দিলেন। আবারও পাশে থাকা সেই লোকটার কথাই চলে আসে, 'জবাবটা এত কঠিন করে দিতে হয়?'
এদিকে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসেই মুমিনুলের প্রশংসা করলেন মাহমুদউল্লাহ। তিনি বলেন, একটাই কথা বলব যে, ও (মুমিনুল) মানুষ ছোট, কিন্তু কাজ বড় করে। আরেকটা কথা বলতে চাই ওকে নিয়ে, ওর হৃদয় অনেক বড়। অনেক বড় মনের মানুষ। এজন্যই ও ধারাবাহিক ভাবে পারফর্ম করছে বাংলাদেশের জন্য। দোয়া করি যেন আরও বেশি ভালো করে পারফর্ম করে বাংলাদেশের জন্য।
বিডিপ্রতিদিন/ ০৪ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান