৪ ফেব্রুয়ারি। দিনটা বাংলাদেশের টেস্ট ক্রিকেটে স্মরণীয় হয়ে থাকবে। কারণ লঙ্কানদের বিপক্ষে মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃৃৃত্বে প্রায় হারতে থাকা চট্টগ্রাম টেস্টটা ড্র হয়েছে। অধিনায়ক হিসেবে এটি মাহমুদুল্লাহর প্রথম টেস্ট। এছাড়া এমন দিনে মুমিনুল-লিটন দাস দৃঢ়তার চমক দেখিয়েছেন যেটি ছিল মাহমুদুল্লাহর জন্মদিন।
১৯৮৬ সালের এই দিনে মাহমুদুল্লাহ ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন। এবার ৩২ ছাড়িয়ে তেত্রিশেরে ঘরে পা রাখলেন মাহমুদুল্লাহ।
বলতে পারেন- মুমিনুলদের পক্ষ থেকে টেস্ট ড্র করাটাই রিয়াদের উপহার। আর এই উপহার নিশ্চয়ই স্মরণীয় হয়ে থাকবে সাকিবের পরিবর্তে অধিনায়কত্ব পাওয়া মাহমুদুল্লাহর।
২০০৯ সালে ওয়েস্টইন্ডিজের কিংসটনে টেস্ট অভিষেক হয়। ৩৬ টেস্ট খেলে এ পর্যন্ত ২০৪৬ রান সংগ্রহ করেছেন তিনি। যেখানে ১৫ অর্ধশতক ও ১ টি শতরানের ইনিংস রয়েছে।
বিডিপ্রতিদিন/ ০৪ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান