ম্যাচ শেষে সংবাদ সম্মেলন কক্ষের সামনে অপেক্ষায় মাহমুদউল্লাহ আর মুমিনুল হক। এমন সময় মুমিনুলের দিকে ছুটে যান রোশান আবেসিংহে। গিয়েই বলেন, অভিনন্দন মুমিনুল! তুমি কি জানো আজ তোমার কী কী রেকর্ড হয়েছে?
মুমিনুলের উত্তরের আগেই শ্রীলঙ্কান এ ধারাভাষ্যকার বলে যান, বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে তুমি দুই ইনিংসে সেঞ্চুরি করেছ। বাংলাদেশের হয়ে এক টেস্টে সর্বোচ্চ রানের রেকর্ডটাও এখন তোমার।
রবিবার শেষ হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। ম্যাচটি ড্র হয়েছে। এই ম্যাচে মুমিনুল প্রথম ইনিংসে করেন ১৭৬ রান ও দ্বিতীয় ইনিংসে করেন ১০৫ রান। ম্যাচ সেরা হয়েছেন মুমিনুল হক।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে হারের শঙ্কা থেকে ঘুরে দাঁড়িয়ে কৃতিত্বপূর্ণ ড্র করেছে বাংলাদেশ।
হাথুরুসিংহে বাংলাদেশ ছেড়ে যাওয়ার পর প্রথম টেস্টে তার দলের বিপক্ষে মুমিনুল করলেন জোড়া সেঞ্চুরি। প্রতিপক্ষ দলের হলেও পারফরম্যান্সের কৃতিত্ব তো দিতেই হয়। তাই তো মুমিনুলের এমন পারফরম্যান্সে উচ্ছ্বসিত লঙ্কানদেরই ধারাভাষ্যকার রোশান আবেসিংহে।
বিডি প্রতিদিন/০৪ ফেব্রুয়ারি ২০১৮/আরাফাত