ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজের দ্বিতীয় ম্যাচে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। ভারতের ইনিংসের ১৯তম ওভার শেষ হতে হঠাৎই লাঞ্চের ডাক দিলেন আম্পায়াররা। দু’দলের ক্রিকেটাররাই তখন প্রচণ্ড বিস্মিত। কারণ ভারতের জিততে মোটে ২ রান বাকি।
দু’দলই এসে আম্পায়ারকে জানায়, আর কিছুক্ষণ অপেক্ষা করা হোক। কিন্তু আইসিসির ‘নিয়ম’ দেখিয়ে আম্পায়াররা তাতে সায় দেননি। কাঙ্ক্ষিত দু’রান তুলতে ভারতকে তাই আরও ৫০ মিনিট অপেক্ষা করতে হয়।
কিন্তু এই ঘটনার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায় তুমুল সমালোচনা।
দুই ফিল্ড আম্পায়ার আলিম দার এবং আদ্রিয়ান হোল্ডস্টক এবং ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টের মুণ্ডপাত হতে থাকে। স্টুডিওয় থাকা ধারাভাষ্যকাররা একে ‘হাস্যকর’ সিদ্ধান্ত বলে অভিহিত করেন। মাইকেল হোল্ডিং তো বলেই ফেলেন, ‘আইসিসি চাইছে ক্রিকেটকে আকর্ষণীয় করে তুলতে। কিন্তু এরকম সিদ্ধান্ত হলে সেটা খেলাটার পক্ষে খারাপ।’
সমালোচনা শোনা যায় সঞ্জয় মঞ্জরেকার এবং সুনীল গাভাসকারের গলাতেও। সোশ্যাল মিডিয়ায় সাধারণ দর্শক তো বটেই, সাবেক ক্রিকেটাররাও এ নিয়ে মজা করতে ছাড়েননি। বীরেন্দ্র শেবাগ লিখেছেন, ‘পিএসইউ ব্যাঙ্ক যেভাবে ক্রেতাদের সঙ্গে ব্যবহার করে, সেভাবেই আম্পায়াররাও ভারতীয় ব্যাটসম্যানদের সঙ্গে ব্যবহার করছে।’
প্রচুর লাইক এবং রিটুইট হয় সেটি। মাইকেল ভন লিখেছেন, ‘ক্রিকেটে এরকম পাগলামি! ২ রান বাকি থাকতে লাঞ্চ! ওদের কি বোধবুদ্ধি কাজ করছিল না?’
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর