লা লিগার চলতি আসরে দুর্দান্ত ফর্মে আছে বার্সেলোনা। তবে রবিবার এস্পানিওলের বিপক্ষে অল্পের জন্য মুখ রক্ষা হল বার্সেলোনার। না হলে চলতি লা লিগায় প্রথম হারের স্বাদ পেতে চলেছিল মেসি, সুয়ারেজ, কুতিনহোরা।
সচরাচর মেসি, সুয়ারেজ যুগলবন্দির পা থেকে গোল আশা করে বার্সেলোনা। এক্ষেত্র কাতালান ক্লাবের পরিত্রাতা হয়ে দাঁড়ালেন জেরার্ড পিকে। ৮২ মিনিটে পর্যন্ত পিছিয়ে থাকা বার্সেলোনা পিকের একমাত্র গোলেই চলতি লা লিগায় অপরাজেয় থাকার রেকর্ড বজায় রাখে।
এদিন এস্পানিওলের মাঠে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে ছাড়াই মাঠে নামে কাতালিয়ানরা। কিন্তু প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনোদলই। তবে ম্যাচের ৫৯তম মিনিটে পাকো আলকাসেরকে বসিয়ে মেসিকে মাঠে নামান ভালভার্দে। তাতেও গোলের কোন সুযোগ তৈরি করতে পারেনি বার্সেলোনা। উল্টো ৬৬তম মিনিটে এস্পানিওলের স্প্যানিশ ফরোয়ার্ড জেরার্দ মোরেনোর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।
তবে, ৮২তম মিনিটে অতিথিদের সমতায় ফেরান বার্সেলোনার স্প্যানিশ ডিফেন্ডার পিকে। এরপর ম্যাচের বাকি সময় আর গোলের দেখায় পায়নি কোন দলই।
উল্লেখ্য, এ ড্রয়ের ফলে ২২ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই থাকছে বার্সেলোনা।
বিডি প্রতিদিন/০৫ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ